চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বিকেলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জেলা কোর্ট চত্বরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম, ইসমত আরা টুসি, ঈশিতা শবনম, আয়েশা সিদ্দিকাসহ র‌্যাব, পুলিশ ও ডিবির সদস্য।

পরে বুলডোজার দিয়ে ফেন্সিডিল, বাংলা মদ, বিদেশি মদ ধ্বংস করা হয়। বিভিন্ন সময় র‌্যাব-পুলিশ-ডিবির
অভিযানে আটক এসব মাদকদ্রব্য ধ্বংস করা হলো। শিবগঞ্জ থানার আটককৃত মাদকও ধ্বংস করা হয়।

সদর থানায় ৫৭৪ পিস ইয়াবা ও ১ হাজারের বেশি ফেন্সিডিল। শিবগঞ্জ থানায় ৩ হাজার ২০ বোতল ফেন্সিডিল, গাঁজা ১ কেজি ৫০ গ্রাম, বাংলা মদ ২৪০ বোতল ধ্বংস করা হয়। এছাড়াও আলা পাতা, গাঁজা, ভারতের পাতার বিড়ি, হেরোইন, ইয়াবা আগুনে পুড়িয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

সদর মডেল থানার এসআই মশিউর রহমান জানান, বিভিন্ন মামলার আলামত হিসেবে এসব মাদকদ্রব্য
রাখা হয়েছিল। মামলা প্রক্রিয়া শেষ হওয়ায় আজ তা ধ্বংস করা হলো।

র‌্যাবের ডিএডি বিশ্বনাথ জানান, ২টি মামলায় ১৪টি ককটেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। তিনি আরো জানান, পরবর্তীতে মামলার কাজ শেষ হলে বাকি যা আছে সেগুলোও ধ্বংস করা হবে।

স/শা