চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনার টিকা নিলেন জেলা প্রশাসক

 নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:  সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জও করোনার টিকা দেয়া শুরু হয়েছে। এতে প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।  রোববার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মমিনুল,জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী,জেলা স্বাচিপের সভাপতি ডাঃ গোলাম রাব্বানী,মেডিকেল অফিসার ডাঃ রাফিকুল ইসলাম,ইপিআই ইলিয়াস আলী,স্বাস্থ্য পরিদর্শক ইউসুফ আলী,আঃ খালেক প্রমুখ।

আজ জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতলে ১১৬ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে নিশ্চিত করেন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী। জেলাতে প্রথম ভ্যাকসিন নিয়ে জেলা প্রশাসক জানায় আমাকে সরকার জেলার দায়িত্ব অর্পণ করেছেন। সরকারের ভালো উদ্বেগকে একটি কুচক্রী মহল নষ্ট করতে চাচ্ছে। ভ্যাকসিনের নামে গুজব ছড়াচ্ছে। জেলার দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি ভ্যাকসিন গ্রহণ করেছে যাতে জেলাবাসী ভ্যাকসিনের উপর আস্থা রাখে।

স/আ.মি