চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত শুরু হচ্ছে ‘চাঁপাই ম্যাংগো ফেস্ট’

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে জমকালো আয়োজনে শুরু হচ্ছে  ৩ দিনব্যাপী ‘চাঁপাই ম্যাংগো ফেস্ট’ মেলা। আগামীকাল শুক্রবার থেকে এ মেলা শুরু হবে।  জেলাকে আমের রাজধানী হিসেবে স্বীকৃতির অংশ হিসেবে এ মেলা শুরু হচ্ছে।

ইতোমধ্যেই শহরের পাশ্ববর্তী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র চত্বর বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে বিভিন্ন আম নিয়ে  ‘চাঁপাই ম্যাংগো ফেস্ট’ এর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুসজ্জিত করা হচ্ছে দৃষ্টি নন্দন পার্কটি।

জেলা প্রশাসন কতৃক আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করবেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান ।  আগামীকাল ২৯ জুন শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম চত্বর থেকে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, সমপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী ও পুরস্কার বিরতণ করবেন সদর আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ ।

মেলাকে অংশগ্রহণমূলক করতে বিভিন্ন আয়োজনে কর্মসূচি সাজানো হয়েছে। প্রথম দিন ২৯ জুন শুক্রবার বিকেল ৪ টায় বর্ণিল শোভাযাত্রা আ.আ.ম মেসবাহুল
হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের সামনে খেকে আম উৎসবের স্থান বারঘরিয়া
পর্যন্ত, ৫ টায় উদ্ধোধনী অনুষ্ঠান, ৬ টায় লাঠি খেলা প্রদর্শনী ও সন্ধ্যা সোয়া ৭টায় পুতুল নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় দিন শনিবার বিকেলে ৪টায় লাঠি খেলা প্রতিয়োগিতা, ৫টায় আম বিষয়ক সেমিনার ও সোয়া ৭টায় গম্ভীরা, আলকাপ গান ও পটগান। আম উৎসবের শেষ দিন রবিবার বিকেলে সাড়ে ৪টায় আম খাওয়ার প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলা, সন্ধ্যায় ৬টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় সোয়া ৭টায় দেশ বরেণ্য শিল্পীদের বিভিন্ন গান পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান জানান, আগামী
২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত শহরের পাশ্ববর্তী বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম নিয়ে আমের উৎসব চাঁপাই ম্যাংগো ফেস্ট এর আয়োজন করা হয়েছে। এই উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যকটরা জেলার বিভিন্ন হারিয়ে যাওয়া আমসহ সুমিষ্ট ও বাহারী আম প্রদর্শন ও ক্রয় করতে পারবে। এছাড়া আমের বাগান পরিদর্শন ও আম ক্রয় করতে পারবে। ফলে চাঁপাইনবাবগঞ্জের আম সম্পর্কে দেশের এবং বিদেশের মানুষের চাহিদা আরও বাড়বে। চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানী করে আরও বেশী অর্থ আহরণ করা সম্ভব হবে। তাছাড়া আমের রাজধানী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ কে ব্র্যান্ডিং করা হলে জেলার আম কে বাংলাদেশ তথা বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় তুলে ধরা সম্ভব হবে।

অন্যদিকে মেলা পরিকল্পনা উপ-কমিটির আহবায়ক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন জানান, জেলার আম শিল্পকে এগিয়ে নিতে এ মেলা  গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করবে।

স/শা