চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ মোহাঃ গোলাম রাব্বানী।

এ সময় উপস্থিত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ডিউকসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অপরদিকে একই সময় বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি শোক র‌্যালী বঙ্গবন্ধু পরিষদের অফিস চত্বর থেকে শুরু করে শিবগঞ্জ পৌর এলাকার প্রধান প্রদান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভা মিলিত হয়।

বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজনু, সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুল কুদ্দুস, সহসভাপতি নজরুল ইসলাম টিপু খান, সহসভাপতি আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ পৌর শাখার সভাপতি মর্তুজা আলি ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অন্যরা। অন্যদিকে বঙ্গবন্ধু প্রজন্মলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্নœ ক্লাব, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালন করে।

 

এদিকে চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা স্বাচিপ-বিএমএ এর সাধারণ সম্পাদক ও সদর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. গোলাম রাব্বানীর উদ্যোগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঘাতকের গুলিতে নিহত জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

শনিবার বাদ আসর শহরের ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় ডা. গোলাম রাব্বানীর ব্যক্তিগত কার্যালয়ে এই মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে অধ্যাপক নূরুল ইসলাম, ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাজ্বী শামসুদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আহমেদ বিন আওয়াল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সদর থানা আওয়ামীলী তরুণ প্রজন্মলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর তরুণ প্রজন্মলীগের সভাপতি আব্দুল বাশিরসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এরআগে আলোচনা সভায় ডা. গোলাম রাব্বানী অতি দ্রুত জাতীয় চার নেতার নির্মম হত্যাকান্ডের বিচার দাবি করে বলেন, এটা ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। আর তাই এই নির্মম হত্যাকান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স/অ