চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার বিকেল পাঁচটার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন উপজেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি শিবগঞ্জ আসনের সদস্য গোলাম রাব্বানী।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র কারিবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সাংগাঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. আজমল হক বাদশা, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদেরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

এছাড়া বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, র‌্যালী, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সংগীত ও রচনা প্রতিযোগীতাসহ নানা কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন। অপরদিকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ডাকবাংলো চত্বরে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন।

 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ, পৌরসভার সাবেক কাউন্সিলর জাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এড. আসাদুল প্রমূখ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে একই কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন।

স/অ