চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তারকৃত ২৯ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাঁতেন খাঁ মোড়-আরামবাগ এলাকার একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানীর অফিসে গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার ২৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নাশকতামুলক কর্মকান্ডের জন্য জামায়াত-শিবিরের সক্রিয় নেতাকর্মীরা গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে শহরের বাতেন খাঁ মোড়-আরামবাগ এলাকায় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানী ‘আপনজন মার্কেটিং’ এর ভাড়া করা অফিসে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান ৫০ জন মত বৈঠক করলেও ২৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জব্দ করা হয় ৩০টি জিহাদী বই, ২টি প্রশ্ন, ২টি ল্যাপটপ।
গভীর রাতে এদের বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সুপার কার্যালয় ঘটনাটি নিশ্চিত করেছে।
স/শ