মঙ্গলবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠককালে জেএমবির ২ সদস্য আটক

Paris
ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ৫:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আঝইর গ্রাম থেকে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হল- নাচোল উপজেলার ফুরশেদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বাইরুল ইসলাম (৩৪) ও একই এলাকার মোমতাজ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৮)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, জেএমবির সদস্যরা গোপন বৈঠক করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাতে নাচোল উপজেলার আঝইর এলাকায় একটি পেঁয়ারা বাগানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও বাইরুল ও শফিকুলকে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক বাইরুল ও শফিকুল জেএমবির সক্রিয় সদস্য। তারা গত ২২ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুরে র‌্যাবের অভিযানের সময় কৌশলে তারা পালিয়ে যায়।

আটকদের নাচোল থানায় সোপর্দ করা হয়েছে।

স/অ

 

সর্বশেষ - রাজশাহীর খবর