চাঁপাইনবাবগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত

 নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:    চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৩৩২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো।

আর ১৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ৩ জন। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঢাকা’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৫৬ জনের প্রতিবেদনের মধ্যে ১৪ জনের দেহে করোনা পজেটিভ এবং ৪২ জনের নেগেটিভ প্রতিবেদন আসে।

আক্রান্তদের ১০ জনের বাড়ি সদর উপজেলায়, ৩ জনের শিবগঞ্জ উপজেলায় ও ১ জনের বাড়ি ভোলাহাট উপজেলায়। তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় শনিবার সকাল থেকে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমনের হার বাড়লেও এখনও সাধারণ মানুষ হাট-বাজারে সামাজিক দূরত্ব মানছে না।

স/আ .মি