চাঁপাইনবাবগঞ্জে আম রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের অর্থকরী ফসল আম। প্রতিবছর ফল রক্ষার্থে আমচাষী ও ব্যবসায়ীরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করলেও এর কোনো প্রতিকার পাননি জেলার আমচাষী ও ব্যবসায়ীরা। ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় আম ও ফসলের ব্যাপক ক্ষতি হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন সাধারণ আমচাষি ও ব্যবসায়ীরা।
ইটভাটা অপসারণ এবং আম ফলসহ বিভিন্ন ফসল রক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক বন্ধ করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ক্ষতিগ্রস্থ আমচাষি ও ব্যবসায়ীরা। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বহলাবাড়ি মোড়ে বাংলাদেশ জাসদ, আম বাগান মালিক কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, আম ও বিভিন্ন ফসল রক্ষার্থে নিজের জীবন দিয়ে দিবো, কিন্তু অবৈধ ইটভাটা মালিকদের সাথে কোন আপোষ করবো না।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমান আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তার, আম বাগান মালিক আলহাজ্ব মাহতাব উদ্দিন, আবু তাহের, নজরুল ইসলাম, মো. সেরাজুল ইসলাম ও চুন্নু আলীসহ শতশত আম চাষি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
স/শা