চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-মাদক মামলায় দু’জনের সাজা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি মামলায় ২ জনকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জেলা ও জজ মো. শওকত আলী আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর গ্রামের কফিল উদ্দিন মেম্বারের ছেলে মো. জিয়াউর রহমান এবং মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪)।

অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমানারা জানান,  ২০১৬ সালের ৮ জানুয়ারী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়াড় এলাকায় শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ জিয়াউরকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মাহফুজ আলম বাদী হয়ে ওইদিনই তার বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯/এ ও ১৯/এফ ধারায় ২টি মামলা দায়ের করেন। পরে একই বছরের ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে মঙ্গলবার দুপুরে বিচারক জিয়াউর রহমানকে অস্ত্র আইনের ১৯/এ ধারায় ১০ বছর ও ১৯/এফ ধারায় ৭ বছরের দণ্ড প্রদান করেন।

অপরদিকে, ২০১৬ সালের ৩০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ১ হাজার ৭৩৫ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলামকে আটক করে। এ ঘটনায় র‌্যাব-৫ এর ডিএডি মো. বেলাল হোসেন বাদী হয়ে ওইদিনই তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে, একই বছরের ৩১ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে মঙ্গলবার দুপুরে বিচারক আশরাফুলকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।

 

স/শা