চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ৪০ দোকানের অর্ধশত কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র তহাবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাজারের রেডিমেড পোষাক, খাদ্যশষ্য ও মুদি দোকানসহ অন্তত ৪০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আগুনে অন্তত অর্ধশত কোটি টাকার মালামাল পুড়ে ছায় হয়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটলে সদরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও গোদাগাড়ীর ৪টি ইউনিট কাজ শুরু করেছে। এই সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনের ধোয়ায় আশপাশ কালো হয়ে যায়।

ঘটনাস্থলে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের নেতৃত্বে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। কি থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এই মূহুর্তে বলা সম্ভব না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে বাজারের দোকানদারদের আহাজারি পরিবেশ স্তব্ধ করে তোলে।