চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগীতা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

“মাদক মুক্ত সমাজ চাই, সবাই মিলে খেলতে যাই” প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৪টায় পেল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করে ভোলাহাট পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগীতা পরিষদ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলাহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. রাব্বুল হোসেন।

খেলায় অন্যান্যের মাঝে ভোলাহাট উপজেলা ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মন্ডল, ভোলাহাট স্পোর্টস ঢাকার টিম ম্যানেজার আবুল কালাম আজাদ, সাইদুর রহমান, ফুয়াদ হোসেন , ভোলাহাট স্পোর্টস ঢাকার ক্যাপ্টেন হাবিব আলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার বিকালে ৩ নং দলদলি ইউনিয়ন পরিষদ খেলায় অংশগ্রহণ করেন ভোলাহাট স্পোর্টস ঢাকা এবং ভোলাহাট বজরাটেক নবীন সংঘ ফুটবল দল।

খেলার প্রথম ৩০ সেকেন্ডে ভোলাহাট বজরাটেক নবীন সংঘ ফুটবল দল ভোলাহাট স্পোর্টস ঢাকাকে ১ গোল দিয়ে জয়ের মালা ছিনিয়ে নেয়।

মাঠে খেলা পরিচালনা করেন পোলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. তরিকুল ইসলাম। মাসব্যাপি এই খেলায় ২৭টি দল অংশগ্রহণ করছে।

স/অ