চলে গেলেন ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’ পরিচালক

না ফেরার দেশে চলে গেলেন পরিচালক রজত মুখার্জি।

‘প্যায়ার তুনে কেয়া কিয়া’, ‘রোড’, ‘লাভ ইন নেপাল’, ‘উমিদ’ প্রভৃতি সিনেমা পরিচালনা করেছেন রজত। দীর্ঘদিন অসুস্থ ছিলেন এই নির্মাতা। কিডনির সমস্যা এবং ফুসফুসে ইকফেকশনের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

লকডাউনের পর থেকে জয়পুরে নিজের বাড়িতে ছিলেন। কিডনির সমস্যায় হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তবে মে মাসের শেষ দিকে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। রোববার (১৯ জুলাই) ভোরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মীরা। পরিচালক হ্যানসাল মেহতা মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘মাত্র আমার বন্ধুর মৃত্যুর খবর পেলাম। পেয়ার তুনে কেয়া কিয়া এবং রোড সিনেমার পরিচালক রজত মুখার্জি বম্বেতে আমরা যখন স্ট্রাগল করতাম, তখন থেকে বন্ধু ছিল। একসঙ্গে অনেক খাবার খেয়েছি। ওপারেও খাব। প্রিয় বন্ধু তোমাকে মনে পরবে।’

পরিচালক অনুভব সিনহা টুইট করেছেন, ‘আরো এক বন্ধু অকালে চলে গেলো। পরিচালক রজত মুখার্জি (পেয়ার তুনে কিয়া, রোড)। কয়েকমাস ধরে অসুস্থ অবস্থায় জয়পুরে ছিল। বিদায় বন্ধু।’ অভিনেতা মনোজ বাজপেয়ী টুইটারে লিখেছেন, ‘আমার বন্ধু এবং রোড সিনেমার পরিচালক রজত মুখার্জি আজ ভোরে অসুস্থতার কারণে জয়পুরে মারা গেছেন। শান্তিতে থাকো রজত। কাজ নিয়ে আমরা আর আলোচনা করব না এটি বিশ্বাসই করতে পারছি না।’