চলন্ত বনলতায় পাথর নিক্ষেপ, ওমরাহ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা ট্রেনের ‘ঝ’ বগিতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। পাথর নিক্ষেপের কারণে ওই বগির জানলার কাঁচ ভেঙে যায়। আহত হয়েছেন একজন ওমরাহ যাত্রী। গাজীপুরের কালিয়াকৈরে ঘটনাটি ঘটে। তবে পাথন নিক্ষেপের ঘটনায় আহত ওমরা পালন করতে যাওয়া যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬০ উর্ধ্ব বয়সের এক ওমরাহ যাত্রী ঝ বগিতে বসে আছেন। বাইরে থেকে পাথর নিক্ষেপের কারণে তার বগির গ্লাস ভেঙ্গে গেছে। তিনি বাঁম হাতে পাথরের আঘাতে আহত হয়েছেন। পাশে বসে থাকা অন্য যাত্রী বা তার আত্মীয় ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীর হাতে ব্যান্ডিস করে দিচ্ছেন। তিনি আহত অবস্থায় যাচ্ছেন ওমরাহ পালন করতে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনকি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীর সাজারও আইন করা হয়েছে। তারপরও থামছে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা।