চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা বিএনপির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিরপুর রূপনগর এলাকায় চলন্তিকা ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা করেছে বিএনপি।

মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এ সহযোগিতা করেন।

এ সময় শফিকুল ইসলাম নামে এক ক্ষতিগ্রস্ত জানান, তার ১০টি ঘর ছিল। সব পুড়ে শেষ। সারা জীবনের যা অর্জন, সহায়-সম্বল সব পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে কয়েকটা দিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ক্ষতিগ্রস্ত ফারুক হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার পরনে কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আগুন সব শেষ করে ফেলেছে।

তাদের সান্ত্বনা দিয়ে বিএনপি নেতা আমিনুল হক বলেন, বস্তিবাসীর হাজার হাজার ঘর পুড়ে শেষ। নিম্ন আয়ের এসব মানুষের সামান্য জিনিসপত্রও তারা রক্ষা করতে পারেননি। ভয়াবহ আগুন তাদের সব কিছু কেড়ে নিয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অসহায়-গরিব-দুঃখী মানুষকে সাহায্য করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন।

আমিনুল হক বলেন, সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে বেশ কিছু মানুষকে সাহায্য করছি।

এ সময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সভাপতি ফকরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক দবির উদ্দীন তুষার, স্থানীয় বিএনপি নেতা গাজী সিরাজ, হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপি কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওসার হামিদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাজিব আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।