চলতি মাসেই মিলবে হুয়াওয়ের ফোল্ডেবল ফোন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হুয়াওয়ের প্রথম ফোল্ডেবল ফোন মেট এক্স আসছে চলতি মাসের শেষে।

ফোনটির উৎপাদন ইতোমধ্যে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ফোনটি বাজারে আসবে বলে জানিয়েছেন হুয়াওয়ের সিইও রিচার্ড ইউ।

চীনের সংবাদ মাধ্যম সিনা টেকনোলজি জানিয়েছে, ফোল্ডেবল ফোনের স্ক্রিন তৈরি করা বেশ কঠিন ব্যাপার। প্রথমবার এ ধরণের ডিভাইস তৈরিতে বেশ চ্যালেঞ্জিং।

গত ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হুয়াওয়ে মেট এক্সের ঘোষণা দেওয়া হয়। এরপর ফোনটি বাজারে আনার তারিখ দুই বার পেছানো হয়।

প্রথমবার পেছানো হয় ডিসপ্লের স্থায়িত্ব নিশ্চিত করতে। স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের ভঙ্গুর দশা দেখে শিক্ষা নেয় হুয়াওয়ে। তাই ফোনটির ডিসপ্লে আরও টেকসই করতে তারা সময় নেয়।

দ্বিতীয় দফায় ফোনটির বাজারে আনার তারিখ পেছানো হয় ইউজার ইন্টারফেইস উন্নত করতে। ফোল্ডেবল ফোনের ইউজার ইন্টারফেইসে কিছু অ্যাপ ঠিকভাবে নাও চলতে পারে এ আশংকা থেকে ইউজার ইন্টারফেইসে পরিবর্তন আনা হয়।

হুয়াওয়ের ফোল্ডেবল ফোনের দাম ধরা হয়েছে ২ হাজার ৬০০ ডলার।