চবি শিক্ষক আনোয়ার হোসেনের জামিন বহাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন। ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় আনোয়ার হোসেন চৌধুরীকে দেওয়া ছয় সপ্তাহের জামিন বহাল রয়েছে।

রবিবার আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আনোয়ার হোসেন চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

চবি সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ২০১৮ সালে চট্টগ্রাম সিএমএম আদালতে মামলার আবেদন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তানভীর বাদী হয়ে এ আবেদন করেন। এরপর সরকারের তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর গত ২৩ জুলাই আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা হয়। এই মামলায় হাইকোর্ট গত ২৪ আগস্ট আনোয়ার হোসেন চৌধুরীকে ৬ সপ্তাহের জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল।

 

সূত্রঃ কালের কণ্ঠ