চট্টগ্রামে ১২ ফুটের অজগর লোকালয়ে

দৈর্ঘ্যে ১২ ফুট। পুরো গায়ে ডোরা কাটা দাগ। চিক চিক করছে দাগগুলো। সৌন্দর্য অবলোকন করতে কমতি নেই উৎসুক দর্শকের। সঙ্গে আছে ভয়ও। বুধবার বিকাল ৫টায় চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার সুজা নগর এলাকায় ১২ ফুট দৈর্ঘ্যরে এ অজগর সাপটির দেখা মিলে লোকালয়ে। স্থানীয়রা দেখার পর অজগর সাপটি ধরে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে। পরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন সাপটি উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, পৌরসভার সুজা নগর এলাকায় সাপটি দেখলে স্থানীয়রা এটি ধরে উপজেলা প্রশাসনকে হস্তান্তর করে। পরে আমরা সেটি বন বিভাগ হস্তান্তর করি। তারা সাপটি গভীর জঙলে অবমুক্ত করে। হাটহাজারী উপজেলাবাসীর প্রতি আমাদের অনুরোধ তারা যেন কোনো বন্যপ্রাণী পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করে। কেউ যেন অন্যায় ভাবে কোনো বন্যপ্রাণী হত্যা না করে।