বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০১৬ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চট্টগ্রামে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৫

Paris
ডিসেম্বর ৮, ২০১৬ ১১:৫১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  চট্টগ্রামের পাহাড়তলী থানার কর্নেলহাটের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ওই এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করেন র‌্যাব-৭-এর সদস্যরা।

 

ঘটনাস্থল থেকে র‌্যাবের এক কর্মকর্তা জানান, বাইরে থেকে ভেতরের লোকজনকে বেরিয়ে আসার আহ্বান জানায় র‌্যাব।  তাতে সাড়া না দিয়ে একপর্যায়ে বাড়ির ভেতর থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। সকাল সোয়া ১০টার দিকে ওই বাড়িতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দলকেও প্রবেশ করতে দেখা যায়। অভিযান শেষে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই, বিস্ফোরক ও ল্যাপটপ জব্দ করা হয়।

 

র‌্যাবের গণমাধ্যমে শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের জানান, আটককৃতরা সবাই হরকাতুল জিহাদের (হুজি) সদস্য।

 

চট্টগ্রাম র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহাম্মেদ বলেন, অস্ত্রসহ পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতেই সকালে কর্নেলহাটের ওই বাড়িতে অভিযান চালানো হয়।

 

সূত্র: রাইজিংবিডি

 

সর্বশেষ - জাতীয়