ঘোলাটে রঙ্গের আবেগ

সাজিয়া সুলতানা মিম

মনের ছেড়া পাল

বুনেছে মিছে জাল,

মাতাল চিন্তার বাস্তবতা

হয়ে দাড়িয়েছে কাল!

 

জীবন মানে যুদ্ধ

প্রতীকবাদী খেলাই শ্বাসরুদ্ধ,

ঘোলাটে রং আবেগের সাজে

বিলিনের পথে সমস্ত,যুগের ভাজে।

 

জীবনের আশ্রিত মন

দাসত্ব করে চলেছে সারাক্ষণ,

চরিত্র আজ খেলা করছে ভিন্ন সাজে

বিশ্বাসের ব্যর্থতা স্বীকার বিবেকের স্নানে।