ঘাতক সুপ্রভাত পরিবহনের বাসটির মালিক আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর প্রগতি সরণিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিয়ে হত্যার ঘটনায় সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসটির (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) মালিক গোপাল চন্দ্র কর্মকারকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ঘাতক বাসটির মালিককে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অতিরিক্ত কমিশনার মহররম আলী।

তিনি জানান, মুগদার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আবরারের বাবার দায়ের করা মামলায় বাসটির মালিক গোপাল চন্দ্রকে আটক করা হয়। গুলশান থানায় দায়ের করা মামলাটির তদন্ত করছে ডিবি (উত্তর) পুলিশ।

মামলার এজাহারে বাস মালিক গোপালের নাম না থাকলেও পরে জানা গেছে আবরারকে চাপা দেওয়ার আগে আরো এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করে তার মালিকানাধীন বাসটি। তখন যাত্রীরা চালককে আটক করে ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর মালিকের নির্দেশে ড্রাইভিং সিটে বসে বাসটি নিয়ে পালানোর সময় কন্ডাক্টর ইয়াসিন আরাফাত নদ্দার প্রগতি সরণিতে বিইউপির শিক্ষার্থী আবরারকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই আবরার মারা যান।