ঘর থেকে না বের হওয়ায় দরজা ভেঙে গ্রেফতার বিজেপি নেতা

তৃণমূলের এক যুব নেতার স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতের কলকাতার বিজেপি নেতা সজল ঘোষ। এছাড়াও তার বিরুদ্ধে ভাঙচুর ও রাজনৈতিক সহিংসতার অভিযোগও রয়েছে। তাকে গ্রেফতার করতে শুক্রবার অভিযানে নামে মুচিপাড়া থানার পুলিশ। কার্যত নাটকীয়ভাবে তাকে একেবারে দরজা ভেঙে গ্রেফতার করে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, শুক্রবার দুপুরে মুচিপাড়া থানার পুলিশ সজল ঘোষের বাড়িতে যান। মুচিপাড়া থানার ওসি জানালা দিয়ে সজলকে নির্দেশ দেন বাড়ির বাইরে বেরিয়ে আসার জন্য। কিন্তু তিনি বের হননি।

স্থানীয়দের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, ঘর থেকে বের না হওয়ায় পুলিশ লাথি মারতে শুরু করে দরজার উপর। কার্যত লাথি মেরে বাড়ির দরজা ভেঙে ফেলে পুলিশ। এরপর গ্রেফতার করা হয় সজলকে ঘোষ। পরে তাকে টানতে টানতে গাড়িতে তোলা হয়।

হিন্দুস্তান টাইমস জানায়, তৃণমূলের এক যুব নেতার স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল সজলের অনুসারীদের বিরুদ্ধে। সজল ও তার সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুর ও ইভটিজিং দুটি অভিযোগই ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়।

 

সূত্রঃ যুগান্তর