গ্রিসের সঙ্গে উত্তেজনা: রাশিয়া থেকে আরও এস-৪০০ কিনছে তুরস্ক

পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে তেল-গ্যাস খনির সন্ধান নিয়ে উত্তেজনার মধেই রাশিয়া থেকে আরও বিমান বিধ্বংসী এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করছে তুরস্ক। আগামী বছর এ ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া হস্তান্তর করবে বলে জানিয়েছে। এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে মস্কো।

রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসটেকের প্রধান সের্গেই শেমেজভ সংবাদ সংস্থা ইন্টারফেক্সকে এ কথা জানিয়েছেন।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানায়, গত বছর রাশিয়া থেকে এস-৪০০ কেনে তুরস্ক। এ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি নিয়ে সম্পর্ক তলানিতে ঠেকে। ওই সময় রাশিয়ার তৈরি এস-৪০০ নিয়ে তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের এসব হুমকি এড়িয়ে কয়েক দফায় রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আনে দেশটি। আগামী বছর রাশিয়া থেকে আরও এস-৪০০ আনার চুক্তি করেছে তুরস্ক। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস ক্ষেত্র নিয়ে বিরোধ দেখা দেয় গ্রিসের সঙ্গে।

সম্প্রতি কৃষ্ণসাগরে ভূগর্ভস্থ খনির সন্ধানের কথা জানিয়ে তুরস্ক। সেখানে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। সব মিলিয়ে নিরাপত্তার কথাটি মাথায় রাখছে তুরস্ক।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটিতে আগাম সতর্কতা হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।