গ্রামীণফোনে প্রশাসক বসানোর প্রক্রিয়া শুরু হচ্ছে: বিটিআরসি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, আগামী ২৩ ফেব্রুয়ারির পর গ্রামীণফোনে প্রশাসক বসানোর প্রক্রিয়া শুরু করা হবে।

সোমবার গণমাধ্যমকে বিটিআরসির চেয়ারম্যান বলেন, আপিল বিভাগের বেঁধে দেয়া তিন মাস সময় শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

এর মধ্যে যদি আপিল বিভাগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন না আসে, তখন বিটিআরসি যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে।

এ সময়ের মধ্যে যদি গ্রামীণফোন বকেয়া টাকা না দেয় তাহলে প্রশাসক বসানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি।

এদিকে, সোমবার গ্রামীণফোন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিষ্ঠানটির নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান আশা প্রকাশ করে বলেন, শিগগিরই গ্রামীণফোনের নিরীক্ষা আপত্তি নিয়ে থাকা জটিলতার সমাধান হবে।

তিনি বলেন, সরকারের বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে যে সংকট চলছে তাতে তিন থেকে চার সপ্তাহের মধ্যে দৃশ্যমান উন্নতি হবে।