শুক্রবার , ২৫ জানুয়ারি ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ

Paris
জানুয়ারি ২৫, ২০১৯ ৬:০৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নড়াইল সদরের হবখালী ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের আটজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ইউনিয়নের সাধুখালী গ্রামে সবুর ফকিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবদুস সোবহানের মেয়ে মুন্নি আক্তার (১৬) ছেলে সিফাত (১০), আলতাফ হোসেনের ছেলে খন্দকার ইমরান (৪২), ইউসুফ ফকিরের ছেলে সবুর ফকির (৪৫), খবির মোল্যার স্ত্রী লিপি বেগম (৩০)। তারা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে কাপড় ধোয়ার জন্য পানি গরম করতে রান্নাঘরে রাখা গ্যাসের চুলা জ্বালাতে যায় সোবহান ফকিরের মেয়ে মুন্নী আক্তার। রান্নাঘরে আগুন জ্বালানোর সাথে সাথেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মুন্নী অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বের হয়ে আসে। সে সময় মুন্নীর পাশে থাকা ছেলে সিফাতও দগ্ধ হয়। এমতাবস্থায় সোবহান ফকিরের ভাই ও অন্য প্রতিবেশীরা সাথে সাথে বালু, বস্তা দিয়ে বিস্ফোরিত সিলিন্ডারটি ও চুলা চাপা দেয়। আগুন নিভে গেছে ভেবে পুনরায় ঘরে গিয়ে বস্তা সরালে সিলিন্ডারটি ফের বিস্ফোরিত হয় একং আগুন ধরে যায়। এতে অন্যান্যরাও অগ্নিদগ্ধ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারটি বাড়ির বাহিরে এনে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ আটজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজন বাড়ি ফিরে যান।

এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: আহাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্যাসের সিলিন্ডারটি বাড়ির বাহিরে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ আটজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়।

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত জানান, আহতদের ৪০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ - জাতীয়