গোমস্তাপুরে শান্তিপূর্নভাবে শেষ হলো দূর্গাপূজা

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয়  উৎসব শারদীয় দূর্গাপূজা প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। এবার উপজেলায় ৩০ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ষষ্ঠী পূজার মাধ্যমে এ উৎসবের সূচনা হয়। শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ নানা পদক্ষেপ গ্রহন করে।  উপজেলায় ৩০ টি মন্ডপের মধ্যে রহনপুর পৌর এলাকায় ৭ টি, চৌডালা ইউনিয়নে ৬টি,  রাধানগর ইউনিয়নে ৫ টি,গোমস্তাপুর ইউনিয়নে ৪ টি,বাঙ্গাবাড়ী, রহনপুর (নন্দীপুর)ও পার্বতীপুর ইউনিয়নে ২ টি, বোয়ালিয়া ও আলিনগর ইউনিয়নে ১ টি করে  মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করে।
পূজামন্ডপগুলোতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার -ভিডিপি সদস্যদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বীট অফিসারদের নেতৃত্বে পুলিশ মোতায়েন ছিল।  গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান,  উপজেলায় ৩০টি মন্ডপের মধ্যে মঙ্গলবার ( সন্ধ্যা ৭টা) পর্যন্ত ২২টি প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন হয়েছে। বাকীগুলো রাত ৮ টার মধ্যে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।