গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত 

গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস  পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও  উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালি ও আলোচনার সভার আয়োজন করা হয়।

“কমলা রঙের বিশ্বের নারী, বাধার পথ দেবেই  পাড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, আই জি এ প্রকল্পের ট্রেনার শামসুন্নাহার টুম্পা, প্রশিক্ষণার্থী কামরুন নাহার মিতু, মহিলা শিক্ষনীয় শাহিদা রিমা, ক্ষুদ্র -নৃগোষ্ঠির  নারী শ্রী শান্তি প্রমূখ।

অন্যদিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাঙ্গবাাড়ি ইউনিয়নে ব্র্যাকের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।