গোমস্তাপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোমস্তাপুর প্রতিনিধি : গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাগঞ্জে । বুধবার বিকেলে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালায় দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগ ও নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির সভাপতি মো. আনসারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ডা. আনসারুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহফুজুল হক পনি মিয়া, আলহাজ্ব শাম মোহাম্মদ।উপজেলার  চৌডালা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আস্তার রহমান  সেতুর নিচে মহানন্দা নদীতে   অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম দিনে  ১৩টি মাঝির দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হবে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দল পুরস্কার হিসেবে পাবে একটি ফ্রিজ। দ্বিতীয় স্থানে থাকা দলের জন্য ৩২ ইঞ্চি ও তৃতীয় দলের জন্য একটি ২৮ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার রয়েছে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সদর উপজেলার ঘুঘুডিমার ইদু মাঝি, গোমস্তাপুর উপজেলার চৌডালা বালুটুঙ্গীর রহিম মাঝি, সাহেবগ্রামের জিয়া মাঝি, মাদ্রাসা মোড়ের জেন্টু মাঝি, নয়াদিয়াড়ীর মোনা মাঝি, বিরামপাড়ার শাকিম মাঝি, শিবগঞ্জ উপজেলার নাককাটিতলার সোহবুল মাঝি, ত্রিমোহনীর মিলন মাঝি, চাঁনপুরের লোকমান মাঝি, রানিবাড়ী চাঁনপুরের জিয়া মাঝি, ধাইনগরের বিখাল মাঝি, বলিহারপুরের সাহেদ মাঝির দল। উদ্বোধনী দিনে মহানন্দা নদীর দুই ধারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

স/আ.মি