গোমস্তাপুরে আরেকটি ইউনিয়নে সমলয় পদ্ধতিতে ধানচাষ

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে সফলভাবে সমলয় পদ্ধতিতে ধানচাষের পর এবার আলিনগর ইউনিয়নে সমলয় পদ্ধতিতে ধানচাষ শুরু করা হয়েছে। সোমবার  চলতি রোপা আমন মৌসুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি) বিপাশা হোসাইন। প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ইউপি চেয়ারম্যান একেএম মাসুম, সাবেক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলী প্রমুখ। প্রসঙ্গত:চলতি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে ধানচাষে কৃষকদের উদ্বুদ্ধকরণে এ কার্যক্রম চালানো হচ্ছে।