গোদাগাড়ীতে ১৯৪ বোতল মদসহ গ্রেফতার এক

গোদাগাড়ী প্রতিনিধি:

গোদাগাড়ীতে ১৯৪ বোতল দেশীয় মদসহ  দুলাল (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে অপস এ্যন্ড ইন্টিলিজেন্টস এর সদস্যরা। সে গোদাগাড়ী উপজেলার খয়রা গ্রোমের মৃত আলী মোহাম্মদের ছেলে।

শনিবার সকাল পৌনে ৮ টার দিকে গোদাগাড়ী উপজেলার কাশিমপুর বাজারের অলকাতলা স্কুল মোড় হতে ভূটভূটিকে ধাওয়া করে এসব আটক করে।

জানাযায়, বগুড়া -৪ এপিবিএনের একটি দল এসআই আতাউর রহমান ও এসএআই শিহাব উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার অলকাতল মোড়ে তল্লাসী বসায়। পূর্ব হতে খবর ছিলো আমনুরা হতে ইঞ্জিনচালিত ভূটভূটিতে এক যুবক বিপুল পরিমান দেশীয় তৈরী মদ বোতলে করে সাদা বস্তায় চাঁপাইনবাবগঞ্জ এর দিকে নিয়ে যাচ্ছে।

এমন খবরের ভিত্তিতে মহাসড়ক দিয়ে সেই পার হলে থামার সংকেত দেয়। ভূটভুমি না থামালে সেটিকে ধাওয়া করে দুলালকে আটক করে। এই সময় ভূটভূটিতে থাকা সাদা বস্তায় প্লাস্টিকের ১৯৪ টি বোতলে দেশীয় তৈরী মদ উদ্ধার ও তাকে আটক করে। আটককৃত মদ ৭৮ লিটারক বলে জানাযায়।

দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা দায়ের  হয়েছে বলে গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) আলতাফ হোসেন নিশ্চিত করেন।

 

স/আ