গোদাগাড়ীতে ১০ টাকা চাল অনিয়মের স্মারকলিপি প্রদানে পুলিশি বাধা

গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রয়ে চুরি ও কার্ড বিতরণের স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ সকল অনিয়মের বিরেুদ্ধে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদানে গোদাগাড়ী মডেল থানা পুলিশি বাধা প্রদান করেছেন।

 

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গোদাগাড়ী উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত দলীয় নেতাকর্মীদের নিয়ে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহীদ মিনারে পৌছালে গোদাগাড়ী মডেল থানার কর্তব্যরত পুলিশ তাঁদের বাঁধা প্রদান করে।

 

এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে তর্কবিতর্ক ও ধস্তাধস্তি হয়। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম ঘটনা স্থলে পৌছলে পরিস্থিতি শান্ত হয়।

 

পুলিশি বাঁধা প্রদান সম্পর্কে গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অভিযোগটি সত্য নয়। আমরা তাঁদেকে এক সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে চা খেয়েছি।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজের নিকট অবিলম্বে চাল চুরিসহ সকল অনিয়মকারী ব্যক্তিদের গ্রেফতার ও উপযুক্তি শাস্তি সেই সাথে পূর্বের সকল কার্ড যাচাই-বাছাই করে প্রকৃত হতদরিদ্রদের মাঝে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে  পুনরায় কার্ড ইস্যু করার দাবি জানিয়ে লিখিত একটি স্মারক লিপি প্রদান করা হয়।

 
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য বিমল চন্দ্র রাজোয়ার, গোদাগাড়ী উপজেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন (নয়ন), যুবমৈত্রী নেতা কবির, মামুন প্রমুখ।

 

স্মরকলিপি প্রদানে পুলিশি বাঁধায় তীব্র প্রতিবোদ ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল।
স/শ