গোদাগাড়ীতে জাতীয় শিশু ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

গোদাগাড়ী প্রতিনিধি:

আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার জন্য আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

অপরদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের জন্য দিবসের প্রথম প্রহরে পতাকা অর্ধনির্মিত রাখা, সকালে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ,  কুচাকাওয়াজ গ্রহণ, শিশুদের অংশগ্রহনে শারিরিক কর্সত প্রদর্শন, খেলাধুলা আয়োজন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পুরুস্কার বিতরণ, ধর্মউপসানলে দোয়া কামনা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেদিনের কর্মসূচি শেষ হবে বলে সিদ্ধান্ত গ্রহণ হয়।  এর আগে মাসিক আইন শৃংখলা, সন্ত্রাশ ও নাশকতাসহ বিভিন্ন বিষয়ের সভা অনুষ্ঠিত হয়।

এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক। আরো উপস্থিত ছিলেন,  মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ডলি, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান,  সহকারি কমিশনার ( ভূমি)  সানওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) আলতাফ হোসেন, বিজিবি গোদাগাড়ী কোম্পানী কমান্ডার জিল্লার রহমানসহ শিক্ষক,সাংবদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স/শ