গোদাগাড়ীতে খড়ির ভিতর ফেনসিডিল বহনের সময় আটক দুই

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফাজিলপুর এলাকায় গোবরের খড়ি ভর্তি ভুটভুটি থেকে ফেনসিডিল বহনের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। এসময় এক হাজার ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল অভিযান পরিচালনা করে গোদাগাড়ীতে গোবরের তৈরী খড়ের ভিতরে ভুটভুটিতে করে বহন করার সময় ভারতীয় ফেনসিডিলগুলো জব্দ করে। 

এসময় চাঁপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রওশন চক গ্রামের মৃত রজবুল আলীর ছেলে মসিদুল(২১) ও একই উপজেলার একবর পুর আইড়ামারি গ্রামের শামেদ আলীর ছেলে মাসুদ (২০) কে আটক করে।

বিষয়টি র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে নিশ্চিত করে আরও জানানো হয়, মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের হবে।

স/আর