গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষনের চেষ্টা ও মারপিটের ঘটনায় আটক ৩

গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষনের চেষ্টা ও মারপিটের ঘটনায় তিনজন আটক হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় গত শনিবার(৮আগস্ট) উপজেলার গোগ্রাম ইউনিয়নের ইটাহারি গ্রামে এক আদিবাসী নারীকে ধর্ষনের চেষ্টা করে জহুরুল ইসলাম(৪৫) নামে এক ব্যক্তি।
ওই নারীর চিৎকারে লোকজন এসে জহুরুল ইসলামকে হাতে নাতে ধোলাই দিয়ে আটকে রাখে।এরপর জহুরুল ইসলামের জাব্বার(২২) দলবল নিয়ে আদিবাসী উপর হামলা চালিয়ে জহুরুল ইসলামকে ছিনিয়ে যায়।
এতে করে রিতা রানী মুরারী(২০) মতিলাল মুরারী(২২) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (প্রেমতলী হাসপাতাল) ভর্তি করে। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে গোদাগাড়ী মডেল থানায় পাচঁজনকে আসামী করে মামলা দায়ের হয়।
পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
আটককৃত হলো ইটহারী গ্রামের জহুরুল ইসলামের ছেলে আব্দুল জাব্বার,জালারউদ্দীনের ছেলে সেন্টু(৪০) পাহাড়পুর গ্রামের আনিকুল(২৪)কে আটক করে।
মঙ্গলবার আটককৃত তিনজনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)খাইরুল  ইসলাম বলেন,মামলার অপর দুই আসামী জহুরুল ইসলাম ও মইনুদ্দীন পলাতক রয়েছে। তাদেরকে আটক করতে পুলিশ চেষ্টা করছে।