গেইম স্ট্রিমিং আনলো গুগল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার গেইম স্ট্রিমিং সার্ভিস শুরু করছে অ্যালফাবেট ইনকর্পোরেটের প্রতিষ্ঠান গুগল।

সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, কাজটির জন্য তারা ইউবিসফটের সঙ্গে ভিডিও গেইমিং স্ট্রিমিং সার্ভিসে অ্যাসাসিন ক্রিডস সিরিজের সর্বশেষ পর্ব উন্মোচন করেছে।

গুগল তাদের ব্লগপোস্টে জানিয়েছে, প্রথমদিকে খুব সীমিত সংখ্যক খেলোয়াড় এটি স্ট্রিম করে অ্যাসাসিনস ক্রিড ওডিসি খেলার সুযোগ পাচ্ছেন। সেটি ল্যাপটপ বা ডেস্কটপের ক্রোম ব্রাউজার থেকে ব্যবহার করা যাবে।

সার্ভিসটি পরীক্ষার সময়ে গেইমটি খেলতে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে কোন ধরনের চার্জ দিতে হবে না।

যদি পরীক্ষাটি সফল হয় তবে গুগল চাইবে, ভিডিও গেইম খেলোয়াড়দের ডাউনলোড বা ডিস্কে খেলার পরিবর্তে নতুন প্রক্রিয়াটির সঙ্গে কিভাবে যুক্ত করা যায় তার উপায় খুঁজতে।

গুগল অবশ্য সাবসক্রিপশন ভিত্তিক গেইমিং স্ট্রিমিং সার্ভিস চালু করার কাজ করছে। সেটি হবে ক্লাউড ভিত্তিক এবং এটি ক্রোমকাস্টে কিংবা এমন হতে পারে, গুগল কনসোল তৈরি করে গেইমগুলো খেলার সুযোগ দেবে বলে একটি প্রতিবেদনে বলা হয়েছে।

গত মার্চে ইন্টারনেট জায়ান্টটি গেইম ডেভেলপারদের জন্য নতুন টুল উন্মোচন করেছে।

রয়টার্স অবলম্বনে