গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ এসআই নন্দীগ্রাম থানার ইনামুল ইসলাম

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে জেলার শ্রেষ্ঠ উপ-পরির্দশক (এসআই) নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) ইনামুল ইসলাম। গতকাল রবিবার বগুড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম, জেলার শ্রেষ্ঠ উপ-পরির্দশক (এসআই) নির্বাচিত হওয়ায় তাকে সন্মাননা স্মারক প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বগুড়া সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২ এপ্রিল রাতে উপজেলার বনগ্রাম গ্রামের সড়ক থেকে একটি সিএনজি ছিনতাই হয়। পরে এবিষয়ে সিএনজি মালিক অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনের সহযোগীতায় ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরির্দশক(এসআই) ইনামুল ইসলাম আসামী গ্রেফতারসহ ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করেন।

সোমবার দুপুরে নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) ইনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য সবার সহযোগীতা চাই।

স/শা