গুগল ক্যালেন্ডারে স্প্যামিং এড়াবেন যেভাবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দৈনন্দিন কাজের হিসাব রাখতে অনেকেরই পছন্দ গুগল ক্যালেন্ডার অ্যাপ।

অ্যাপটিতে দিন ও সময় অনুযায়ী কাজের সূচী সংরক্ষণ করলে তা অ্যালার্মের মাধ্যমে কাজের কথা স্মরণ করিয়ে দেয়। এর পাশাপাশি নানা ইভেন্টও সেইভ রাখা যায় অ্যাপটিতে।

কিন্তু অনেক সময়ই ব্যবহারকারীরা জিমেইলের স্প্যাম মেইল দিয়ে গুগল ক্যালেন্ডারে আক্রান্ত হয়ে থাকেন। এর ফলে আপনি সেইভ করেননি এমন সব ইভেন্টের তালিকাও যোগ হয়ে যায় সেই ক্যালেন্ডারে।

তবে সেটিংসে পরিবর্তন করে এই ঝামেলা এড়ানো যায়। চলুন দেখে নেয়া যাক বিস্তারিত।

এজন্য গুগল ক্যালেন্ডার অ্যাপটি চালু করে সেটিংস এ গিয়ে জেনারেল সেটিংস অপশনটি চালু করতে হবে।

সেখান থেকে ইভেন্টস সেটিংস এ গেলে ইভেন্টস ফ্রম জিমেইল নামের একটি অপশন পাওয়া যাবে। সেটি বন্ধ করে দিতে হবে। এরপর জিমেইল থেকে গুগল ক্যালেন্ডারে স্বয়ংক্রিভাবে আর কোন ইভেন্ট যুক্ত হবে না।