গাড়িবোমা হামলায় তালেবানকে দায়ী করছে আফগান সরকার

আফগানিস্তানের পূর্বাঞ্চলে লোগার প্রদেশে গাড়িবোমা হামলায় স্কুল শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৯০ জন। প্রদেশের রাজধানী পুল-ই-আলমে একটি অতিথি ভবনে শুক্রবার রাতে এই হামলা চালানো হয়।

আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার ঘটনায় তালেবানকে দায়ী করেছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

বিবিসি জানায়, বোমা বিস্ফোরণে অতিথি ভবনের ছাদধসে পড়ে। আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অতিথি ভবনেই কেন হামলার টার্গেট করা হলো, সে ব্যাপারে কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্যরা জড়িত কি না তারও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আফগানিস্তানে অতিথি ভবনগুলোতে প্রাদেশকি সরকার অসচ্ছল, ভ্রমণকারী ও শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে থাকে। নিহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী রয়েছে।

বার্তাসংস্থা এপির খবরে বলা হয়েছে, অতিথি ভবনে কয়েকজন পুলিশ বাসায় ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিল। অন্য রুমগুলোতে আর্থিকভাবে অসচ্ছল বেশকিছু বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। তারা পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন