গাধা রপ্তানি করবে পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনে গাধা রপ্তানি  করতে যাচ্ছে পাকিস্তান। শত কোটি রুপির খরচ করে পাকিস্তান সরকার ‘গাধা উন্নয়ন প্রকল্প’ চালুর পরিকল্পনা প্রণয়ন করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে সোমবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এই প্রকল্পের জন্য সরকার দেশটির উত্তর-পশ্চিমের সীমান্তবর্তী প্রদেশ খাইবার-পাখতুনখাওয়াকে বেছে নিয়েছে। এখানে ৯৫০ কোটি রুপি খরচ করে ‘খাইবার-পাখতুনখাওয়া দীর্ঘমেয়াদি গাধা উন্নয়ন প্রকল্প’ চালু করা হবে। এর মাধ্যমে গাধার প্রজনন সক্ষমতা বৃদ্ধি ও উন্নত প্রজাতির গাধা উৎপাদনে কাজ করা হবে। এসব গাধা চীনে রপ্তানি করতে চাইছে সরকার।

প্রসঙ্গত, চীনের গাধার ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে ওষুধ ও বিভিন্ন জিনিস উৎপাদনে গাধা ব্যবহার করা হয়।

এক সরকারি কর্মকর্তা এ সংক্রান্ত প্রস্তাবের নথিতে বলেছেন, ‘প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে স্থানীয় গাধার স্বাস্থ্য ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গাধা প্রতিপালন সম্প্রদায়ের আর্থ-সামাজিক মর্যাদার উন্নয়ন ঘটবে।’

সূত্র: রাইজিংবিডি