গাজীপুরে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও ছেলের ফাঁসির আদেশ

সিল্কসিটিসিউজ ডেস্ক:

গাজীপুরে এক নারীকে হত্যার দায়ে স্বামী-স্ত্রী ও ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাজী ভূইয়া এ আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভবনাথপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে সিদ্দিক ভাণ্ডারি, তার স্ত্রী আয়েশা খাতুন ও ছেলে তারেক ওরফে মুরাদ হোসেন। তারা গাজীপুর সিটি করপোরেশন এলাকার দক্ষিণ খাইলকুর এলাকায় ভাড়া থাকতেন।

 

গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি আতাউর রহমান খান জানান, ২০০৮ সালের ১৪ মে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকার জাকির হোসেনের স্ত্রী সাফিয়া বেগম (৬৫) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পর দিন বাড়ির কাছে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

 

হত্যায় ওই তিনজনের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। তদন্ত শেষ ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

সূত্র: রাইজিংবিডি