গাজীপুরে খোকার ৬৬ একর জমি বাজেয়াপ্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজায় ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নেওয়া হয়েছে।

 

রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ওই জমি তাদের হেফাজতে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়।

 

জানা গেছে, দুর্নীতি দমন কশিনের দায়ের করা মামলায় ঢাকা বিশেষ জজ আদালত-৩ এসব জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাদেক হোসেন খোকার জমির বিষয়ে অনুসন্ধান শুরু করে প্রশাসন। অনুসন্ধানে সাদেক হোসেন খোকার নামে ৬৬ দশমিক ৫৬ একর জমির সন্ধান পায় প্রশাসন। রোববার সন্ধ্যায় বাঁশতলী, তালতলী, কালিয়াদহ, কাচারস, উত্তর রাঙ্গামাটি মৌজায় ৬২.৬১ একর এবং জানেরচালা মৌজায় ৩.৯৫ একর জমি বাজেয়াপ্ত করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

 

এ সময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মো. সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব মিয়া, সফিপুর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম সাংবাদিকদের বলেন,‘আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত করা হয়েছে।’

সূত্র: রাইজিংবিডি