গাজীপুরে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম লিয়ন সিদ্দিকী (৩০)

পুলিশের দাবি, লিয়ন সিদ্দিকী শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭ মামলা রয়েছে। নিহত লিয়ন সিদ্দিকী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার শফিউদ্দিন সিদ্দিকীর ছেলে।

সোমবার রাতে উপজেলার সিনাবহ কালামপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় সোমবার রাতে পুলিশ লিয়নকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে আটক করে।

রাতে লিয়নের দেয়া তথ্যমতে, পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায় তারা সিনাবহ এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা লিয়ন বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে লিয়ন গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য সদস্যরা পালিয়ে গেলেও সেখান থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

আহতাবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সন্ত্রাসী লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে বলে জানান ওসি।