গাছের সঙ্গে বাসের ধাক্কায় হেলপারের মাথা বিচ্ছিন্ন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সড়কের পাশে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শরীর থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে সুমন নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

রোববার সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে উপজেলার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার এসআই আবদুস সালাম জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অপরূপা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৬২৮) দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার ডান পাশে নেমে গিয়ে একটি তালগাছে ধাক্কা দেয়। এতে দরজায় থাকা হেলপার সুমনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় পাঁচ যাত্রী আহত হন।

তাদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। সুমনের পকেটে থাকা আইডি কার্ড নষ্ট ও মুখ বিকৃত হয়ে যাওয়ায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।