গরুর জন্য বিয়েতেই রাজি হলেন না পাত্র!

সিল্কসিটিনিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের রামপুরের দরিয়াগড় গ্রাম। পাত্রপক্ষ ও পাত্রীপক্ষের মধ্যে কথাবার্তা চূড়ান্ত। বিয়ের তারিখও প্রায় ঠিক। কিন্তু পণের কথাবার্তা শুরু হতেই শুরু হয় গোলযোগ।

পাত্রপক্ষ দাবি করলেন, তাঁদের ছেলেকে দিতে হবে একটি গাড়ি। পাত্রীপক্ষ নিমরাজি। এবার আসে সবচেয়ে বড় দাবিটি। পাত্রের পরিবারের দাবি, তাদের যেসব অতিথি বরযাত্রী হিসেবে আসবেন, সবাইকে গোমাংস খাওয়াতে হবে।

কিন্তু বিয়ের অনুষ্ঠানে গোমাংসের কোনও পদ করতে পারবেন না বলে জানিয়ে দেন পাত্রীর বাবা। এতেই বেঁকে বসে পাত্রপক্ষ। কোনও কথাই পাত্রপক্ষ শুনতে চাননি।

পাত্রীর বাবার কথায়, ‘‘ওঁরা দাবি করেছিলেন একটি গাড়ি দিতে হবে আর বিয়ের ভোজে গোমাংস পরিবেশন করতে হবে। সে কি করে সম্ভব? কারণ সরকার তো গোমাংস নিষিদ্ধ করে দিয়েছে! আমরা দু’টি দাবিতেই না বলে দিই।’’

সংবাদসংস্থার খবর, এর পরে বিয়ের কথাই ভেঙে যায়। কারণ পাত্রীপক্ষ বিয়েতে না করে দেয়।

এটি অবশ্য নতুন কোনও ঘটনা নয়। গত এপ্রিলেই কুলহেদি গ্রামে একটি বিয়ে ভেঙে যায়। কারণ পাত্রীপক্ষ আমিষ পদ পরিবেশন করতে অস্বীকার করেছিল। পরে যদিও পঞ্চায়েতের সদস্যরা মধ্যস্থতা করে পাত্রকে বিয়েতে রাজি করান। কিন্তু এই ঝামেলার মধ্যে পাত্রী বিয়ে করতে চাননি।