গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় আরটিজেএ’র উদ্বেগ ও নিন্দা

সম্প্রতি দেশে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও প্রেসক্লাবে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। আরটিজেএ’র সভাপতি মেহেদী হাসান শ্যামল ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা জানান।

এক বার্তায় তারা বলেন, দেশের গণমাধ্যমের উপর মৌলবাদী শক্তির এমন আস্ফালন বড় ধরনের হুমকি। তারা শুধু হামলা করেই থামেনি, বরং গণমাধ্যমকে চ্যালেঞ্জ জানিয়ে স্বাধীন সাংবাদিকতার পথ রুব্ধ করার হুমকি দিয়েছে। রাষ্ট্রকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এখনই কঠিন ব্যবস্থা নিতে হবে।

আরটিজেএ নেতৃবৃন্দ মনে করে, মৌলবাদী গোষ্ঠীর মদদদাতা ও পৃষ্ঠপোষকদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন এলাকায় প্রেস ক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায়। তাছাড়া এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ শাস্তির দাবি করেন।

স/রি