খেলার আমন্ত্রণ পেয়ে ঘাম ঝরালেন শারাপোভা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ডোপ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে দ্বিতীয়বারের মতো কোর্টে খেলার আমন্ত্রণ পেলেন টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। আগামী ৫ মে থেকে শুরু হওয়া মাদ্রিদ ওপেনে ডাক পেয়েছেন সাবেক নাম্বার ওয়ান এ নারী তারকা। এর আগে স্টুটগার্ট গ্র্যান্ড প্রিক্সে খেলার ডাক পান তিনি।

 

পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী শারাপোভা ১৫ মাস টেনিস থেকে নির্বাসিত হন। তবে ফিরেই একের পর এক সুসংবাদ পাচ্ছেন। আর এরই সুযোগে নিজেকে প্রস্তুত করছেন তিনি। জিমে কঠোর পরিশ্রম করছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করেন ২৯ বছর বয়সী শারাপোভা। যেখানে দেখা যায় জিমে কঠোর পরিশ্রম করছেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কিছুটা ব্যালেন্স করে নিলাম। কঠোর পরিশ্রমের পাশাপাশি ইয়গাও সেরেছি।

 

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বল্ডন ওপেন জিতে হইচই ফেলে দেন শারাপোভা। দু’বছর পরই জেতেন ইউএস ওপেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তোলেন। আর ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেনর জিতে ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করেন। দু’বছর পরই ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় ট্রফি জেতেন তিনি।

সূত্র: বাংলা নিউজ