রাজশাহী মহানগর

খুনের ছয়দিন পর উচ্ছেদ হলো নিউমার্কেটের ফুটপাত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর নিউমার্কেটের সামনে ফুটপাতে অবৈধভাবে গড়ে ্ওঠা অন্তত ২৫টি দোকান উচ্ছেদ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃপক্ষ। রোববার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বুলডোজার দিয়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এর আগে, গত ২১ মার্চ রাতে নগরীর নিউমার্কেটের সামনের ফুটপাত দখলকে কেন্দ্র করে রিয়াজুল ইসলাম নামের (২৬) এক যুবক নিহত হন। আহত হন রিয়াজুলের ভাই রিংকু। রিংকু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেদিন রাতেই এ ঘটনায় নিহত রিয়াজুলের বাবা মধু মিয়া বাদি হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ  ঘটনার পর রবিবার এ উচ্ছেদ অভিযান চালায় রাসিক।

এ প্রসঙ্গে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এই ফুটপাত দখলকে কেন্দ্র করে খুন হন রিয়াজুল। এছাড়াও ফুটপাত ঘিরে চলতো নানা অপকর্ম। তাই রাসিককে ফুটপাতটি উচ্ছেদ করার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে রাসিক কর্তৃপক্ষ ফুটপাতটি উচ্ছেদ করেছে আজ।

জি/আর