খালেদা জিয়ার মুক্তি দাবিতে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজশাহী জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হারুনুর রশীদ।

তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হারুনুর রশীদ বলেছেন,  শেখ হাসিনা ২৫ বছর পর তার বাবা হত্যার বিচার করেছে। তিনি ১০ বছর ক্ষমতায় রয়েছেন। এসময়ের মধ্যে বিএনপির অনেক নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। সেগুলো বিচার কমরা হবে বিএনপি ক্ষমতায় গেলে। সুষ্ঠভাবেনির্বাচন হলে জনগণ হাসিনাকে উচিৎ শিক্ষা দেবে।

এসময় বক্তব্য দেন, রাজশাহী মমহানগর বিএনপির যুগ্ম সাধারণ সস্পাদক মামুনর রশীদ, পুঠিয়ার সাবেক এমপি সাত্তার মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক নুসরত এলাহী রিজভী,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন বাবু,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি প্রমুখ।

 

স/আ