সোমবার , ২ সেপ্টেম্বর ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে মুখর নয়াপল্টন

Paris
সেপ্টেম্বর ২, ২০১৯ ৫:১৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে মুখর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিতে জড়ো হওয়া নেতাকর্মীরা দলীয় নেত্রীর মুক্তি চেয়ে এসব স্লোগান দিচ্ছেন।

র‌্যালিতে এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া নয়াপল্টনের আশপাশের গলিতেও কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। র‌্যালিতে অংশ নিয়ে অনেকে দুপুর ১২টা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে এসে অবস্থান নিয়েছেন।

আড়াইটা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপি অফিসের সামনের ভিআইপি সড়ক।

ট্রাক দিয়ে বানানো মঞ্চ থেকে আগত মিছিলকে অভিনন্দন জানানো হচ্ছে। সবার হাতে খালেদা জিয়ার মুক্তি চাই লেখা ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে।

অস্থায়ী মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

মির্জা ফখরুলের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে র‌্যালিটি। এটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা।

সর্বশেষ - রাজনীতি