রাজশাহীতে খাবারের মূল্য চাওয়ায় গরীব দোকানীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে খাবারের মূল্য চাওয়ায় গাছতলা হোটেল নামে খ্যাত এক গরীব দোকানীর উপর হামলা ও দোকান ভাংচুর করেছে বখাটেরা। সোমবার সকালে মহানগরীর বিনোদপুর আবহাওয়া অফিস সংলগ্ন একটি খাবারের দোকানে হামলার ঘটনা ঘটে। মির্জাপুরের অজ্ঞাতনামা বখাটে কিছু যুবক বেশ কিছুদিন যাবৎ এভাবে খালেকসহ আশপাশে অনেকের উপর অত্যাচার করে আসছে বলে ভুক্তভোগী এলাকাবাসী জানিয়েছেন।

দোকান মালিক খালেক জানান, সকালে ৫ যুবক তার দোকানে আসে। তারা সকালের নাস্তা খাওয়া শেষে সিগারেট নেয়। এর পর দোকানি তার দাম চাইলে শুরু হয় বাকবিতন্ডা। এর একপর্যায়ে বখাটেরা দোকানের ঝাঁপের বাঁশ দিয়ে তাকে মারতে শুরু করে। পরে খালেক চিৎকার দেয়। এতে খালেকের ছেলে হানিফ আহত হয়।

এতে স্থানীয়রা জড়ো হলে বখাটেরা পালিয়ে যায়। দোকান মালিক খালেক এর দাবি, স্থানীয় এই বখাটে গ্রুপ এর আগেও একাধিকবার খাবার বিনে টাকায় খেয়েছে। খালেক আইনের সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন।

খালেক ইতিমধ্যে গাছতলা হোটেল নামে বেশ পরিচিতি পেয়েছেন। তিনি গাছ তলায় ভাত, খিচুড়ি রান্না করে গরীব শ্রমজীবী মানুষের মাঝে স্বল্পমূল্যে দীর্ঘদিন যাবত খাবার বিক্রি করে আসছেন।

স/আর